বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

কলারোয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ \ ৪৬টি পুজা মন্ডপে থাকবে সিসি ক্যামেরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘সামাজিক- সম্প্রীতি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মনে রাখতে হবে আমরা সকলেই মানুষ আর প্রতিটি ধর্ম সামাজিক সম্প্রীতি চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশে আসন্ন দুর্গাপূজাসহ সকল ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগীতা করার আহ্বান করেন। আসন্ন ১ অক্টোবর হতে ৫ অক্টোবর কলারোয়া উপজেলার ৪৬টি পূজা মন্ডলের দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্য এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা, পুলিশ, আনসার বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন টিম কড়া নজরদারিতে কাজ করবে। এছাড়াও ধর্মকে ব্যবহার করে যদি কেহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাই এমন প্রমান পেলে তাকে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, উপজেলা হিন্দু-বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, শিক্ষার্থী সাজিদুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com