মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাশিমাড়ীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জাতির পিতার জন্মদিনে ডাঃ সুব্রত ঘোষের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পারুলিয়া মডেল সর:প্রাথ: বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত পলাশপোল স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত প্রতি রোজায় নিহত হচ্ছে ফিলিস্তিনিরা মাসজিদে কুবায় মুসল্লীদের সাথে ইফতার করলেন মশিউর রহমান কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত কালিগঞ্জ আ“লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত ধলবাড়িয়া জামে মসজিদে সাধারণ মানুষদের সাথে ইফতার করলেন এমপি আতাউল হক দোলন দলীয় প্রার্থীদের মতবিনিময়

কলারোয়ায় সেনাবাহিনীর ভূয়া সেনা সদস্য আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পুইজালা গ্রামের মৃত শহিদুল ইসলাম সরদারের ছেলে আব্দুর রহমান(২৬)। আটকের সময় তার নিকট থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট, একটি ফুল প্যান্ট, তার নামীয় একটি নেইম প্লেট, সোল্ডারব্যাচ দুই জোড়া যাহাতে ইংরেজিতে লেখা আর্টিলারী, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনাকার্ড একটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ছবি ৩ কপি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে সাতক্ষীরা র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা বলেন, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভূয়া আইডি কার্ড প্রদর্শন করে দমদম অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল রাত ৮ টার দিকে তাকে আটক করে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভূয়া বলে স্বীকার করেছে। সে এই ভূয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সাথে সু-সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহন করতো বলে সে স্বীকার করেছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে একটি প্রতারনার মামলা রুজু করার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com