শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

কলারোয়ায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রিশিয়ানের বিদায় সংর্বধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রিশিয়ান মো: গুলজার হোসেনের চাকুরীতে অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার(৬ আগষ্ট) দুপুর ১ টার সময় উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত’র কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুলজার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, মো: জাকির হোসেন, পলাশ হোসেন, আবু তাহেরসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এ সময় প্রধান অতিথি সুদীপ্ত কর দীপ্ত বলেন, গুলজার হোসেন ১৯৮৫ সালে চাকুরিতে যোগদান করে ২০২৩ সালের জানুয়ারী মাসে কলারোয়া অফিস থেকে কর্মজীবন শেষে করেছেন। তিনি এই অফিসে ৩৩ বছর ইলেকট্রিশিয়ান হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। সকল সময়ে সুচারু ভাবে অফিসের দায়িত্ব পালন করেছেন। আমরা তার দায়িত্ব পালনের কথা সকল সময় মনে রাখব। বাকীটা জীবন যেন তিনি দেশ ও কল্যাণের কাজে লাগাতে পারেন সেটাই হবে আমাদের প্রত্যাশা। এ সময় বিদায়ী অতিথি গুলজার হোসেন আবেগ আপ্লুত হয়ে সকলের নিকট দোয়া চান, যেন বাকী জীবনে তিনিও মানুষের সেবা করে যেতে পারেন। গুলজার হোসেনের বাড়ী মাগুরা জেলায়। তিনি দুটি কন্যা সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com