কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ খাদেমুল বিশ্বাস নামে নামে এক যুবককে আটক করেছে। সোমবার ভোরে উপজেলার সোনবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর সোনবাবাড়ি গ্রামের খালেক বিশ্বাসের ছেলে। কলারোয়া থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সোবাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যক্তিকে ২৫০ গ্রাম হেরোইন ও ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানা যায়।