কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহর বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা। শনিবার বিকাল ৪টায় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, মাসউদ পারভেজ মিলন, ফুটবল কোচ মাসউদুর রহমান মাসুূদ আয়োজক আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ। ” খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”- এই শ্লোগান কে সামনে রেখে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কলারোয়া সাইফুল একাদশ বনাম হোটেল শ্রমিক একাদশ। নির্ধারিত সময়ে সাইফুল একাদশ হাবিবের দেওয়া গোলে ১ -০ গোলে এগিয়ে যায় কিন্তু ২য়ার্ধে সোহেল গোল করে সমতায় ফিরে । নির্ধারিত সময়ে উভয় দল আর কোন গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে সাইফুল একাদশ ৪ -৩ গোলে হোটেল শ্রমিক একাদশ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাইফুল একাদশের হাবিব। খেলা টি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, সহকারী রেফারি ছিলেন রুহুল আমিন ও কামরুজ্জামান বাবু। খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ১৯/০৭/২৩ বুধবারে ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা ফুটবল একাদশ বনাম কলারোয়া বল্ডফিল্ত বয়েজ একাদশ।