কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ ঊদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমের উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে এ সার বীজ বিতরেণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মোতাহার হোসেন, কৃষি অফিসের জিয়াউর রহমান, সাংবাদিক কে এম আনিছুর রহমান প্রমুখ। এদিকে কলারোয়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হবে কৃষি অফিস সূত্রে জানা যায়।