কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার-২৩’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগীতা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে জোন ভিত্তিক প্রতিযোগীতা শেষে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক হরি সাধান ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ,সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বারিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা রিনা ঘোষ, শিক্ষিকা মাহফুজা খাতুন, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, মাস্টার তজিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল গফুর, মাস্টার আমিরুল ইসলাম, মাস্টার আব্দুস সবুর, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার স্বপন কুমার সরকার, মাস্টার আব্দুস সালাম, স্কাউটস’র কর্মকর্তা মাস্টার মিজানুর রহমান মিজান সহ শিক্ষকবৃন্দ, সূধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন। উদ্বোধনীতে ক্রিকেটের প্রথম খেলায় জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পানিকাউরিয়া হাইস্কুল, দ্বিতীয় খেলায় জয়ী হয় সরকারি পাইলট হাইস্কুল, ভলিবলে ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করে সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও কয়লা মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া, জোন ভিত্তিক জয়ী হয়ে দ্বৈত বালক ও বালিকা ব্যাডমিন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ ১১ জানুয়ারী বুধবার একই ভ্যেনুতে উচ্চ লাফ, লম্বা লাফ, দৌড় সহ বিভিন্ন ইভেন্টের এ্যাথলেটিক্স’র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।