কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উৎযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৭ মার্চ সকাল ৯টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চত্ত¡রে কৃষি অফিসের সামনে এ অনুষ্ঠান গুলি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১( তালা- কলারোয়া) এর সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুলাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান , কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সদ্য ঘোষিত কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম। কি নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগন, সকল অধিদপ্তরের দাপ্তরিক প্রধানগন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকল বক্তাগন বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ১৮ মিনিটের ভাষনের উপর ও বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের উপর আলোকপাত করেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং আলোচনা সভার পরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সটেক্টর অশোক কুমার।