কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার স্বনাম ধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া আলিয়া মাদ্রাসার ক্বারী শিক্ষক আরশাদ আলী হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রোববার দিবাগত রাত দেড় টার দিকে তিনি কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের নিজস্ব বাসভবণে ইন্তেকাল করেন। নিহতের স্ত্রী জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাতেও খাওয়া শেষ করে দুইজনেই একই রুমে ঘুমিয়ে পড়েন। রাতে ঘুম থেকে জেগে তিনি তার স্বামীকে পাশে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে টয়লেটে অন্ধকার দেখতে পান। পরে টয়লেটের লাইট জ¦ালিয়ে তার নিথর দেহ টয়লেটের মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। পরে তার আত্ন চিৎকারে প্রতিবেশীরা সেখানে যেয়ে জানতে পারেন তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে মুত্যু বরণ করতে পারেন। সোমবার সকাল ১০ টার কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মরহুমের জানাযা নামাজ শেষে তার গ্রামের বাড়ী উপজেলার খাসপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায়। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।