শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রগিস্ট সমিতি সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) রাত ৯ টার সময় কলারোয়া আকতার ফার্মেসীর ২য় তলায় অনুষ্ঠিত মতনিময় সভায় এস,এম জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা বিসিডিএস এর আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা বিসিডিএস এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য কাজী আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএস এর সদস্য সৈয়দ রেজাউল ইসলাম টুটুল, সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক  রিজাউল ইসলাম খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা বিসিডিএস এর সদস্য সচিব আলহাজ্ব আকতার হোসেন, ডা: দীন আলি, আরশাফ হোসেন, বিসমিল্লাহ ফার্মেসীর মিল্টন, ফেরদৌসি ফার্মেসীর ডিউক, শিহাব ফার্মেসীর শিহাব হোসেন, পলাশ ফার্মেসীর পলাশসহ উপজেলার অধিকাংশ ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সর্বসম্মতক্রমে সকল কোম্পানীর মেয়াদ উত্তীর্ণ ঔষধ যথাসময়ে উত্তোলন ও সমন্বয়, আর্থিকভাবে সংগঠনকে গতিশীল করতে সকল ব্যবসায়ীদেরকে মাসিক চাঁদার ব্যবস্থা, অতি দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। মতবিনিময় শেষে সকলকে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। সুন্দর একটি সভা আয়োজন করার জন্য জেলা বিসিডিএস কলারোয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com