কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্কাউটস কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর সভাপতিত্ত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির পূর্ণগঠন নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলের সম্মতিতে এবং গঠনতন্ত্র আলোকে বর্তমান কমিটির মেয়াদ আগামী ছয় (৬) মাসের জন্য বর্ধিত করা হয়। বর্ধিত ছয় মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা স্কাউটস সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক মোঃ আঃ রকিব, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক (এল,টি) মোঃ ইউনুস আলী, সহ কমিটির সদস্যবৃন্দ।