মোঃ আলীহোসেন কুশোডাঙ্গা কলারোয়া থেকে \ কলারোয়া পৌর সভার কলাগাছি টু রায়টা পর্যান্ত ৫ কিলোমিটার সড়কটি বেহাল দশার জনসাধারণের চলাচলে দূর্ভোগ চরমে। সড়কটি ৩ বছর আগে সংস্কার করা হয়েছিল। এরইমধ্যে সড়কটির বিভিন্ন স্থানের খোয়া ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার-সড়কটি ৩ বছর আগে এক ঠিকাদার প্রতিষ্ঠান পাকাকরণের কাজ করেছিল। সংস্কারের দুই বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই চলাচলের সম্পূর্ণ অনুপাযোগী হয়ে পড়েছে। স্থানীয় গোলাম রহমান জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন সড়ক উপজেলায় আর কোথাও নেই। আরিজুল জানান, এ সড়কটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। ইতোমধ্যে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পড়ে। এ সড়ক যে দেখার কেউ নেই। এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ তাদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারণে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মতো শিক্ষার্থীরা যেতে পারে না। ওই সড়কে চলাচলকারী শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, সড়কটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। যার কারণে স্কুলে যেতে খুবই কষ্ট হয়। আমরা চাই সড়কটি দ্রুত মেরামত করে দেওয়া হোক। এম পি মহাদয় ও উপজেলা চেয়ারম্যানের সু দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।