কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরার জেলার কলারোয়ায়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি চার রাস্তার মোড় হইতে কুশোডাঙ্গা পর্ঘন্ত দুই ধার থেকে সরকারি গাছ কেটে নেওয়ার হিড়িক পড়েছে। গত কয়েক মাস যাবৎ এভাবে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তার পাশ থেকে এসব সরকারি গাছ রাতে কেটে কে বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে। সকালে সরেজমিনে দেখা যায়, কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ সংলগ্ন সরকারি রাস্তার পাশের ১ টি শিল কড়াই গাছ রাতে কে বা কারা কেটে নিয়ে গেছে গতকালও আরও একটি গাছ কেটে রেখে চলে গেছে, স্থানীয়রা জানান, গাছগুলো রাস্তার পাশে সরকারি জায়গায় রোপণ করা হয়েছিল। এ বিষয়ে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তারা জানান,‘আমরা গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি এবং অনুসন্ধান চলছে। যেই গাছ কাটুক তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।