কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় সাতক্ষীরার কলারোয়ায় পরিকল্পনা প্রনয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ মে বেলা ১১ টায় থেকে দুপুর পর্যন্ত কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম। কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমর্,কর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, মহিলা বিষয়ক নুরুন নাহার , কর্মকর্তা কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েমনের সাধারন সম্পাদক কে এম আনিছুর রহমান, মাস্টার দীপক শেঠ,সাংবাদিক জাকির হোসেন, জুলফিকার আলী, প্রধান শিক্ষক বদরুল আলম বিপ্লব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিকুল ইসলাম রকিব,কৃষক আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজির হেলালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসের জিয়াউর রহমান জিয়া।