বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ও বিদায়ী অফিসার ইনচার্জ’র বিদায় ও বরণ অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ও বিদায়ী অফিসার ইনচার্জদ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭) মার্চ আছর নামাজের পরে কলারোয়া থানার আয়োজনে থানা অফির্সাস মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তারের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার জসীমউদ্দীনের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, সংবর্ধিত অতিথি নবাগত অসিফার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা পুলিশিং কমিউনিটির সভাপতি জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, কলারোয়া থানার এস আই আব্দুল বাকি, এ এস আই আবু তালেব ও কনস্টেবল মোক্তার হোসেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন থানা মসজিদের মোয়াজ্জিন রেজাউল ইষরাম ও গীতা পাঠ করেন কলারোয়া থানার এএস আই গৌরঙ্গ। এ দিকে বিদায়ী অফিসার ইনচার্জ নাছির উদ্ধীন মৃধা বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলায় বদলী হয়েছে। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন। অপরদিকে নবাগত অফিসার ইনচার্জ মোহা. মোহাস্তাফিজুর রহমান মাগুরা সদর থানা থেকে বদলী হয়ে কলারোয়া থানায় যোগদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, কলারোয়াকে মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত করায় তার প্রধান লক্ষ্য কঠোর অবস্থানে থাকবেন। তাই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ সকল জনগনের সাবির্ক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ, নবাগত অফিসার ইনচার্জ মেহেরপুর উপজেলার গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ২০০২ সালে সাব ইন্সপেক্টর হিসেবে প্রথমে নড়াউল জেলায় যোগদান করেন। তিনি এর আগে সাতক্ষীরা জেলা সদর থানা, আশাশুনি থানা ও শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব থানায় থাকাকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাসহ পুলিশিং কার্যক্রমে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ১৭ বার পুরস্কার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com