কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় পলাতক ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সুত্রে জানা যায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ইং-০৯/১২/২০২৩ তারিখ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাতক্ষীরার রসুলপুর এলাকার মৃত কাঞ্চন মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা(৩৫), নিয়মিত মামলার আসামী উপজেলার চেড়াঘাট গ্রামের মৃত নছিমনের ছেলে রানা হোসেন(২৫), পাচপোতা গ্রামের আশরাফ হোসেনের ছেলে তামিম হোসেন বিশাল(১৯), এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলার বলিয়ানপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে মাসুদকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃতদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে থানা পুলিশ জানায়।