কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের মাতা সায়রা বানু(৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। পবিত্র ইদুল ফিতরের দিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি মরহুম নিজাম উদ্দীন সরদারের স্ত্রী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ভাবি। এ দিকে মরহুমা সায়রা বানু তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের চাচী শ্বাশুড়ি আম্মা। পারিবারিকভাবে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কণ্যা, নাতি, নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার এশার নামাজ বাদ তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে জানাযা নামাজ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও মরহুমার পুত্র পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।