কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ “আগামীর পথে চলো একসাথে”- এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে চলমান রেজিষ্ট্রেশন কার্যক্রমের ১৫ ই ফ্রেরুয়ারী রাতে শেষ হলেও সূবর্ন জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ও সদস্য সচিব কাজী আসাদুজ্জামান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অনুরোধে শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের জন্য সময়সীমা শনিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বালী ব্যাংকের নিচে বীজু কম্পিউটার, কাছারী মসজিদের সামনে হাসান কম্পিউটার, উপজেলা মোড়ে সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টার, ডাঃ হাবিবের চেম্বার, শেখ জাহাঙ্গীর, শিক্ষক আঃ ওহাব মামুন, আব্দুল হক নিজ উদ্যোগে রেজিষ্ট্রেশন কার্যক্রম চালাতে গিয়ে হিমসিম খাচ্ছে। বীজু ও মোতূর্জা রেজিষ্ট্রেশনের জন্য অতিরিক্ত টাইপিষ্ট নিয়োগ করেছে। লক্ষ্যনীয় বিষয় শেষ দিনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে যার ফলে সকাল থেকেই বুথ গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবং রেজিষ্ট্রেশন কার্যক্রমের সাথে স্বেচ্ছােসবীরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছে। প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও হরিসাধন ঘোষ বলেন, এই মহামিলন মেলায় অংশগ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছি এবং আর কখনো কলেজ জীবনের বন্ধুদের সাথে দেখা হবে কি না জানি না। সে জন্য সূবর্ণ জয়ন্তী তে সকল কে রেজিষ্ট্রেশন করে অংশগ্রহণ করার আহবান জানান। এছাড়া বর্তমান দুই ছাত্রী অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন,আমরা দেখছি বা শুনছি যে বড় ভাই – বোনদের মিলন মেলায় পরিনত হবে ঐ দিন সেজন্য আমরাও রেজিষ্ট্রেশন করলাম। গত কয়েক দিন কলারোয়ার সর্বত্রই কলারোয়া সরকারি কলেজের সূবর্ন জয়ন্তী ও রেজিষ্ট্রেশন নিয়ে আলোচনা তুঙ্গে। উল্লেখ্য যে, আগামী ১৩ ই এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব আরো বলেন, এখনো পর্যন্ত যে সংখ্যা রেজিষ্ট্রেশন হয়েছে তাতে আমরা খুবই আনন্দিত ও খুশি। এবং কাউকে বাদ দিয়ে নয়, সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সূবর্ণ জয়ন্তী উদযাপন করতে চায়, সে জন্য সময় বাড়ানো হয়েছে। বুথ গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫ ই ফ্রেরুয়ারী রাত পর্যন্ত ২০০৭ জন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এজন্য কোন প্রাক্তন শিক্ষার্থী যেন রেজিষ্ট্রেশন থেকে বঞ্চিত না হয় বা এখনো যারা রেজিষ্ট্রেশন করে নি তাদের কে শনিবারের মধ্যে রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান। উল্লেখ্য আগামী ১৩ ই এপ্রিল শনিবার কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী পালিত হবে। এবং কলারোয়া সরকারি কলেজ সহ সমগ্র কলারোয়া এক আনন্দময় মিলন মেলায় ও উৎসবের শহরে পরিনত হবে।