কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ সুস্থ দেহ সুন্দর মন,মানসম্মত শিক্ষা অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ১৮টি ইভেন্টে (বালক ১১টি বালিকা ৭টি)প্রায় ২শত ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলারোয়া সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই জাতীয় সংগীত পাঠ করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৬৯ সালে কলারোয়া প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় কলারোয়া সরকারি কলেজটি। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া চেয়ারম্যান বেনজীর হোসেন (হেলাল), প্রফেসর আতিয়ার রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর ১৮টি ইভেন্টে প্রায় দুই শত চল্লিশ শিক্ষার্থী সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল চেয়ার সিটিং ধীরে সাইকেল চালানো আকর্ষণীয় ৪০০ মিটার দৌড় ও তায়কোয়ানডো প্রদর্শন। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বর ডিসপ্লে ছিল অত্যন্ত আকর্ষণীয় ও প্রশংসনীয়। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর এস.এম.আনারুজাম্মান অধ্যক্ষ কলারোয়া সরকারি কলেজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টি.এম.মনজুর আজাদ। অনুষ্ঠানটিতে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন শিক্ষক সাজ্জাদ হোসেন। এদিকে অনুষ্টানে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সংর্বধিত করা হয়।