কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়া সরকারী কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫ জন দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে ভর্তির জন্য সুপারিশ প্রাপ্ত হওয়ায় আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় কলেজ ক্যাম্পাস থেকে র্যালীটি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কলেজে পৌঁছে আনন্দ র্যালীটি শেষ হয়। র্যালীতে কলেজের শিক্ষক ও সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র্যালী শেষে মেডিকেলে ভর্তির সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।