কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তে ৪ বোতল এলএসডিসহ ইছহাক (৪২) নামে এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১.৪০ মিনিটে সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র টহলরত সদস্যরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করে। আটক ইছাহাক কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারত থেকে এক ব্যক্তি ভারতীয় মালামাল নিয়ে সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ দুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে তা নেতৃত্বে সঙ্গীয় বিজিবি টহলরত সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তরøাশী করে ৪ বোতল ভারতীয় এরএসডি (লাইর্সাজিক এ্যাসিড ডাইইথ্যালামাইড) উদ্ধারসহ জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। বিসয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-৩৩, তারিখ-২৬/৪/২৩।