কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১৬ টি স্বর্ণেরবারসহ অহিদুজ্জামান (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা দুইটার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হরিদাস ঠাকুর আশ্রমের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্নের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তার ব্যবহৃত ইজিবাইকটিও। আটককৃত স্বর্ণের বারগুলোর মূল্য ধরা হয়েছে এক কোটি ঊনষাট লক্ষ সত্তর হাজার দুইশত টাকা । আর ইজি বাইকের মূল্য ধরা হয়েছে, দেড় লক্ষাধিক টাকা। আটক চোরাকারবারি অহিদুজ্জামান কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে। সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পর টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক এবং এসব র্স্বনের বার ও ইজিবাইক জব্দ করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্ধীন মৃধা জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।