কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার ,কলারোয়া: কলারোয়া সীমান্তে ৪ পিচ স্বর্ণের বিস্কুট সহ আসলাম হোসেন (৫২) নামের এক ব্যক্তি আটক হয়েছে। সে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত শামসুল হকেরে ছেলে। বুধবার কলারোয়া সীমান্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-স্বর্ণের বিস্কুট গুলো ভারতে পাচারকালে থানা পুলিশ তাকে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।