এম,এ মাসুদ রানা চন্দনপুর কলারোয়া প্রতিনিধি ॥ গবাদি পশুর পরিপাক ও প্রজনন বিষয়ক এবং খামারি পর্যায়ে এ্যাডভেন্ট ফার্মার ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশান (পিপিসিএ) কলারোয়া সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় সংগঠনের কলারোয়া কার্যালয়ে সম্পাদক মন্ডলির সদস্য কমান্ডার হাসান ইকবালের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক এম এ মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ ্যাডভেন্ট ফার্মার এক্সিকিউটিভ অফিসার( ডিভিএম) ডা: মাসুম পারভেজ সম্রাট, বিশেষ অতিথি হিসেবে ও বক্তব্য রাখেন এ্যাডভেন্ট ফার্মার( এ এম) মোখলেসুর রহমান , (এম ও) শফিউদ্দিন শাহিন, সংগঠনের সভাপতি, মোহাম্মদ ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা মুন্সি আব্দুল করিম, বাইবেল থেকে পাঠ করেন জেমস আকুল মন্ডল, সেমিনারে সংগঠন ভুক্ত বিভিন্ন ইউনিয়নের ২৫ জন পল্লী প্রাণীর চিকিৎসক অংশগ্রহণ করেন, খামারিদের সচেতনতা বৃদ্ধি ও পল্লী প্রাণী চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে এ্যাডভেন্ট ফার্মাকে সহায়তা করছেন (এসিডিআই/ ভোকা)।