শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার কলিমাখালী আজিজিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা চত্বরে মনোরম পরিবেশে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসাইন। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিপংকর বাছাড় দীপু। সিনিয়র সহকারী শিক্ষক মাওঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু, শামীমা লুৎফর, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সদস্য শাহজাহান হাবিব, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোস্তফা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল বারী, জালাল উদ্দিন, নূর মোহাম্মদ, প্রভাষক ওসমান গনি, অব: শিক্ষক আব্দুল হাকিম, গভার্ণিং বর্ডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান গাজী ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহরাব হোসেন অপি প্রমুখ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে মানপত্র পাঠ করেন জুলেখা পারভীন ও পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুর্শীদা পারভীন। এ বছর মাদ্রাসা থেকে ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে ।