ডাঃ শাহজাহান হাবিব শ্রীউলা থেকে \ আশাশুনির শ্রীউলার কলিমাখালী স্লুইস গেট থেকে কলিমাখালী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২কিঃমিঃ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঘুর্ণিঝড় আম্ফানে পাউবো’র বাঁধ ভেঙ্গে অত্র এলাকা প্লাবিত হয়ে দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় রাস্তাটির সিংহভাগ ক্ষতিগ্রস্ত হয়ে বিহাল দশায় রুপান্তরিত হয়েছে।কলিমাখালী ও নাছিমাবাদ গ্রামবাসী এ রাস্তাটি দিয়ে মাড়িয়ালা ও মহিষ্কুড় মৎস্য শেডে সাদা সোনা খ্যাতো বাগদা চিংড়ি ও অন্যান্য মৎসাদি ক্রয়বিক্রয় করে থাকে এবং এ রাস্তাটি ব্যবহার করে শিক্ষক -শিক্ষিকা ও কোমলমতি ছাত্র-চাত্রীরা কলিমাখালী আজিজিয়া ছিদ্দিকীয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা,কলিমাখালী আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। কিন্ত ইদানিং জোয়ারের পানিতে রাস্তাটি প্রায় সময় পানিতে নিমজ্জিত থাকে ফলে চরম বিপাকে পড়েছে শিক্ষক শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থীরা ও গ্রামবাসীসহ হাজারো পথচারীরা। এমনকি রাস্তাটি দিয়ে চলাচল জীবনের ঝুকি হয়ে পড়ায় বয়স্করা মসজিদে নামাজ পড়তে যাওয়াও বন্ধ করে দিয়েছে। ১৫ মিনিটের রাস্তার পরিবর্তে বিকল্প পথে ১/২ঘন্টা সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে ভুক্তভোগীদের। সুতরাং রাস্তাটি চলাচলের সম্পূর্ণভাবে অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী এলাকাবাসী। দ্রুত রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়ে কোমলমতি শিক্ষার্থী সহ এলাকার মানুষের চরম ভোগান্তির হাত থেকে রক্ষার জন্য স্থানীয় চেয়ারম্যান সহ যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।