বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গোবিন্দপুর আবু হানিফ স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার দুপুর ২ টায় অত্র প্রতিষ্ঠান হল রুমে অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের জন্য সকল শিক্ষককে শ্রেণীকক্ষে আন্তরিকভাবে পাঠদান করার আহবান জানান। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।