কবি শেখ মফিজুর রহমান শরিয়তুপুর জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ
দৃষ্টিপাত ডেস্ক \ শরীয়তপুর জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন বাংলাদেশ অতি দ্রুততার সাথে কল্যাণকর রাষ্ট্রে পরিনত হচ্ছে, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধিনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা সর্বপরি আইনের প্রতি জনগোষ্ঠীর শ্রদ্ধা সম্মান কল্যাণকর রাষ্ট্রের পথে বাংলাদেশ। সরকার বিনা খরচে সব ধরনের জনগনের জন্য আইনী সুবিধা পাওয়ার অবারিত দ্বার উন্মোচন করেছেন। জনগন তাই কোন ধরনের অর্থ ব্যতিত লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সুবিধা গ্রহন করছে। আইনগত সহায়তা কার্যক্রমের সাথে সাথে একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মানের সমাজের সকল শ্রেনি পেশার মানুষের অংশ গ্রহনের বিষয়ে গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, বর্তমানে সারা বাংলাদেশের সর্বত্র, শহর, নগর, গ্রাম সর্বপরি প্রত্যন্ত এলাকাতে জাতীয় আইন গত সহায়তা কার্যক্রম সাড়া ফেলে দিয়েছে। জাতীয় আইন গত সহায়তা কেন্দ্র প্রতিটি জনপদে, প্রতিজন মানুষের দ্বারে পৌছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। সরকারের বহুবিধ সেবার এটি একটি অন্যতম মহান সেবা বিধায় মহান কাজ আমরা অতি দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে যেন কার্পন্য না করি। শরীয়তপুর জেলা লিগ্যাল অফিস এর উদ্যোগে ও নড়িয়া পৌরসভার সহযোগিতায় পৌরসভা চত্বরে সরকারি খরচে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক উদ্বুদ্ধকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন, সভায় তিনি উপস্থিত বিভিন্ন শ্রেনি পেশার লোক জনের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, লিগ্যাল এইড, আইনগত সহায়তা সহ আইনের বিভিন্ন অংশের ব্যাখ্যা ও কার্যক্রমের উত্তর দেন। উপস্থিত লোকজন শরীয়তপুর লিগ্যাল এইডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এর জবাবে প্রধান অতিথি বলেন শরীয়তপুর লিগ্যাল এইড হবে সারা দেশের মডেল। ন্যায় বিচার নিশ্চিত করাই জাতীয় আইনগত সহায়তার মূলমন্ত্র, আর শরীয়তপুর লিগ্যাল এইড সেই মূলমন্ত্রের উদ্ভাবক হিসেবে কাজ করছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হেদায়েত উল্যার পরিচালনায় উপস্থিত ছিলেন নড়িয়া নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, শরীয়তপুর আইনজীবী সমিতির সম্পাদক এ্যাড. তাজুল ইসলাম প্রমুখ।