দেশের অপার সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরার নামটি বারবার আলোচিত হয়ে আসছে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। অভ্যন্তরীন রাজস্ব উপার্জনের বিশেষ ক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে সাতক্ষীরা। দেশের আলোকিত এই জেলা অর্থনীতিতে সমৃদ্ধ হলেও দীর্ঘ সময় যাবৎ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় চরম ভাবে পিছিয়ে আছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতে জেলার সড়ক ব্যবস্থায় বিশেষ ছন্দ পতন ঘটেছে। দীর্ঘ দিন যাবৎ সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক সংস্কার বিহীন এবং সংরক্ষনের অভাবের কারন হেতু সড়ক ছিল খানা খোন্দকে পূর্ণ। বৃষ্টির কারনে খানাখোন্দকময় সড়ক অধিকতর খানা খোন্দকে পরিনত হয়েছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের পাশাপাশি শহরের অভ্যন্তরের সংযোগ সড়ক, সাতক্ষীরা যশোর, খুলনা সড়কের অবস্থাও জরাজীর্ন এবং খানা খন্দকে পূর্ণতা পেয়েছে। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা কবলিত হচ্ছে। বড় বড় গর্ত এবং পানিতে পূর্ণ দুর হতে পানি দেখলে যে কোন যানবাহন চালক হতাকিত হয়ে পড়ছে গর্তে পড়ে। হয় যানবাহন গর্তে পড়ে আটকিয়ে যাচ্ছে এবং দূর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। সাতক্ষীরার জনসাধারন বিশেষ করে দৈনন্দিন সড়কে যাতায়াত কারীরা সড়কের খানা খন্দকের কারনে চরম ভাবে ভোগান্তীর শিকার হচ্ছে, সাতক্ষীরার সড়ক ও জনপথ কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলা এক কথায় দায়িত্বহীনতার চরম নজির সড়কে খানাখন্দক এবং সড়ক গুলোর দুরবস্থা, জনসাধারনের ক্ষোভ তাই দিনে দিনে ভাবে প্রকাশ পাচ্ছে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল” সাতক্ষীরায় সংস্কার বিহীন সড়ক বৃষ্টিপাতে খানা খন্দক আর জলবদ্ধতাঃ যাতায়াতে অচলাবস্থা \ ক্ষোভ বাড়ছে সড়ক জনপথের উপর শিরোনামে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে সাতক্ষীরার সড়ক ব্যবস্থা কেবল ভেঙ্গেই পড়েনি সড়ক গুলো এতটুকু খানা খন্দকে পূর্ণতা পেয়েছে যে প্রতিমুহুর্ত দূর্ঘটনাকে উৎসাহিত করছে। প্রতিদিনই যানবাহনগুলো সড়কের খানা খন্দকে আটকে যাচ্ছে মোটর সাইকেল, ভ্যান এবং বাই সাইকেল খানা খোন্দকে আছড়ে পড়ছে। অবিলম্বে সাতক্ষীরার সড়ক গুলোর সংস্কার অপরিহার্য।