বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কাজলা হাটখোলায় অবস্থিত আছিয়া করিম হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে গত মঙ্গলবার বাদ আছর হতে ১১তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আলহাজ্জ মোঃ মোজাম্মেল হক পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৎস্য ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করেন, হাফেজ মাওলানা মুহাঃ আমিনুর রহমান (আমিনি)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ মুহাঃ সুলতান মাহমুদ, হাফেজ মুহাঃ হাবিবুর রহমান প্রমূখ। মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। মাহফিল পরিচালানায় ছিলেন মাওলানা মুহাঃ মনিরুজ্জামান।