এফএনএস স্পোর্টস: এএইচএফ কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। গতকাল শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় কাজাখস্তানকে ৮-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে বাংলাদেশ। একাই চার গোল করেছেন আশরাফুল ইসলাম। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ দল। কাজাখস্তানকে কোনো রকম সুযোগ দেননি আশরাফুল-খোরশেদরা। ম্যাচ শুরুর ৭ ও ৯ মিনিটে পেনাল্টি কর্নারে জোড়া গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি, কাজাখস্তানও পারেনি ম্যাচে ফিরতে। তৃতীয় কোয়ার্টারে চার গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন খোরশেদুর রহমান। ৪০ ও ৪১ মিনিটে দুই গোল করে নিজের চতুর্থ গোল পূরণ করেন আশরাফুল ইসলাম। ৪৫ মিনিটে বাংলাদেশকে ষষ্ঠ গোল এনে দেন খোরশেদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো দুই গোল করে বাংলাদেশ। ৪৯ মিনিটে রাসেল মাহমুদের পেনাল্টি কর্নার এবং ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ দিকে এক গোল শোধ দেয় কাজাখস্তান। শিরোপা ধরে রাখার মিশনে আজ ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারায় ওমান।