কাজীরহাট (কলারোয়া) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী কাজীরহাট ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলমের শেষ কর্মদিবসে স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কলেজের আয়োজনে দুপুর ১২ টার দিকে কলেজ অধ্যক্ষের অফিসকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলমের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলমের দীর্ঘ ২৫ বছরের স্মৃতিতুলে ধরে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন্নাহার বেবী, ইাতহাস বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক শাহানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদের, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার পাল প্রমুখ। উল্লেখ্য, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলমের শেষ কর্মদিবস মূলত আগামী ৩১ ডিসেম্বর। কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজ ছুটি হওয়ায় মঙ্গলবার তার শেষ কর্মদিবস হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ওই অধ্যাপকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে এ আলোচনা সভায় সিদ্ধান্ত হয় বলে কলেজ অধ্যক্ষ জানান। সমগ্র সভাটি পরিচালনা করেন কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলম।