কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ক্যাম্পাসে ঢুকে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় কলেজের সামনে কালিগঞ্জ উজিরপুর সড়কে কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহম্মাদ আলী সরদার, কলেজের অধ্যক্ষ আরিফ বিল্যাহ, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাসক সাজেদুল বারী, শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ, অনিক কুমার পাল ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। কলেজের অধ্যক্ষ বলেন গত ৮আগষ্ট যারাই হামলা করেছে ঐ সকল বহিরাগতরাই রাতের আধারে একাধীকবার দরজা ও জানালাসহ কলেজের সম্পদ ভাংচুর করেছে। তাদের হীন আচারনের প্রতিবাদ করলে খুন, গুমসহ নানান হুমকী ধমকী দিয়ে থাকে। তাদের বিরুদ্ধে কলেজের মিটংয়ে রেজুলেশন করা হয়েছে। ঘটনার প্রক্ষিতে কালিগঞ্জ থানায় ৭ জনের নাম উলেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ। তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।