সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাজী সালাউদ্দিনের ‘ডোপ টেস্ট’ করাতে হবে: ব্যারিস্টার সুমন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের অনিয়ম-দুর্নীতি নিয়ে একের পর এক রিপোর্ট করায় বেশ কয়েকজন সাংবাদিককে তিনি পাঠিয়েছেন আইনি নোটিশ। সেই তালিকায় সাংবাদিকদের বাইরে আছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। যিনি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের জন্য আইনি লড়াই করছেন। এবার আইনি নোটিশ পাওয়ার পর সালাউদ্দিনের ডোপ টেস্ট করানোর দাবি জানালেন ব্যারিস্টার সুমন। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেছেন, ‘আমি বারবার বলে আসছি, উনি তো আইনি রিলিফ, ন্যায়বিচার চাইতেই পারেন। তবে আমিও ওনার ব্যাপারে একটা জিনিস চাই যে ওনার আইনি রিলিফের সঙ্গে সঙ্গে ওনার শারীরিক এবং মানসিক একটা পরীক্ষা করানো খুব জরুরি। আমি কালকেও ওনার ইন্টারভিউতে দেখলাম, সাংবাদিকদের সামনে আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে ওনারে। আমার কাছে মনে হয়েছে, ডোপ টেস্ট (দেহে মাদকের উপস্থিতি আছে কি না- সে বিষয়ক পরীক্ষা) বা কোনো একটা টেস্ট করানো ওনারে বেশি জরুরি হয়ে পড়েছে।’ কিন্তু হঠাৎ করে সালাউদ্দিন আইনের আশ্রয় নিলেন কেন- এমন প্রশ্নে ব্যারিস্টার সুমন বলেন, ‘এটা হতে পারে, ওনাকে কেউ বুদ্ধি দিয়ে থাকতে পারে যে সাফে তো আসলে পারফরম্যান্স আপনারা ওইভাবে পারবেন না। বারবার তো আপনি এ রকম ফেইল করবেন। পরবর্তী সময়ে এসব বিষয়ে কথাবার্তা আসার আগে চলেন একটা মামলা মামলা খেলি। আমরা মানহানির এ রকম একটা (মামলা) দিয়ে রাখি। সাংবাদিকদেরকেও দিয়ে রাখি, যাতে সাংবাদিকরা ভয় পায়। কিন্তু উনি (সালাউদ্দিন) হয়তো জানেন না, সাংবাদিকদের ভয় পাওয়ার কিছু নাই। যেটা একেবারে দিবালোকের মতো সত্য… এখানে কাজী সালাউদ্দিন কোনো ফ্যাক্টর না। আপনারা (সাংবাদিক) দেশের ফুটবলকে বাঁচানোর জন্য কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com