স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল সদর উপজেলার কাটিয়া নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি শিশু শিক্ষার্থীদের পাঠদান করেন। কোমলমতি শিক্ষার্থীদের সততা, সত্যবাদিতা, পিতামাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, স্বাস্থ্য বিধি মেনে চলা সহ বহুবিধ বিষয়ে আলোকপাত করেন। পাঠদান শেষে তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। শিশুদের শিক্ষাদানের মহান দায়িত্বে আমরা নিয়োজিত বিধায় আমরা ভাগ্যবান আর তাই আমরা যেন যথাযথ ভাবে দায়িত্ব পালনে সতেষ্ট থাকি বলে আশাবাদ ব্যক্ত করেন, পরিদর্শন কালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসরনের শিখন ঘাটতি পুরনে সাপ্তাহিক মুল্যায়ন ও রেকর্ড সংরক্ষনের জন্য শিক্ষকগনকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, প্রধান শিক্ষক মনিরা আখতার এবং সহকারী শিক্ষকগন।