বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কাটুনিয়া কলেজ থেকে সাইকেল চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুরে ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাটুনিয়া রাজবাড়ী কলেজ থেকে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাইকেল চুরির ঘটনা ঘটছে। প্রতিকারের কোন ব্যবস্থা পাচ্ছে না অসহায় শিক্ষার্থীরা। গরিব অসহায় শিক্ষার্থীরা তাদের একমাত্র যানবাহন সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় কলেজে যাওয়া আসা সহ বিভিন্ন কাজে বিঘ্ন ঘটছে। ঘটনা সূত্রে জানাযায়, একটি সঙ্গবদ্ধ চোর চক্র প্রতিনিয়ত এরকম সাইকেল চুরি করেই চলেছে ধারাবাহিকভাবে। গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চুনাখালি গ্রামের হারাধন গায়েনের পুত্র অসীম কুমার গায়েনের সাইকেল চুরি করে নিয়ে যায় এবং গত ১৪/০৯/২০২৩ তারিখে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পীরগাজন গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ শরিফুল ইসলাম নয়ন এর সাইকেলসহ প্রতিনিয়ত সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে সঙ্গবদ্ধ চোর চক্র। খোঁজাখুঁজি করেও সাইকেলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। দূর দুরান্ত থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরা নিরুপায়। এবিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ আবদুল ওহাব এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, সাইকেল চুরির ঘটনাটি সত্য, প্রতিনিয়ত সাইকেল চুরি হচ্ছে। কলেজের বাউন্ডারি প্রাচীর না থাকায় কিছু উৎশৃংখল, মাদকসেবি ও বখাটে ছেলেরা উৎপাত করছে। আমার মনে হয় তারাই মাদক সেবনের জন্য এ কাজগুলো করছে। আমি স্থানীয় প্রশাসন সহ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি। কলেজ কর্তৃপক্ষ কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে রাজবাড়ী গোবিন্দ জিউ মন্দির কর্তৃপক্ষের বাধায় নির্মাণ কাজ অসমাপ্ত রয়ে গেছে। এটাও চুরির একটা কারণ। আমি কলেজের প্রাচীর নির্মাণ ও শিক্ষার্থীদের সাইকেল চুরি বন্ধের বিষয়টি প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছি। কলেজের শিক্ষার পরিবেশ বজায় রেখে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাইকেল চুরি বন্দের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে স্থানীয় সুধী মহল ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com