এস এম জাকির হোসেন \ কালিগঞ্জ উপজেলার রতনপুরের ঐতিহ্যবাহী কাটুনিয়া রাজবাড়ী কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় অত্র কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কলেজের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ ও নবগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল এর মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল অহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, শ্যামনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অত্র কলেজের প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সজল মুখার্জি, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন, উপাধ্যক্ষ ওলিউল ইসলাম, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আব্দুর রহমান প্রমুখ। কলেজের সার্বিক বিষয়ে ও কলেজের ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক দেবব্রত কুমার মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের কম্পিউটার প্রদর্শক মোঃ আব্দুল ওয়াহেদ।