রতনপুর প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে কাটুনিয়া রাজবাড়ী কলেজে অধ্যক্ষ কক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল ওহাব। প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা কাজী মোফাখখারুল ইসলাম নিলু। অন্যান্য দের মধ্যে বক্তব্যদেন কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ অলিউল ইসলাম। এ সময় কলেজের সকল সহকারী অধ্যাপকবৃন্দ,প্রভাষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী একই দিনে পি.ডি.কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর টি.এন.বিদ্যাপীঠ এর শিক্ষক-কর্মচারীবৃন্দ এলাকার নানা পেশা ও শ্রেণি জনগনের সাথে মত বিনিময় করেন।