যে কোন সময়ে ইসরাইলে হামলা ॥ বিমান চলাচল বন্ধ করেছে দেশটি ॥ সামরিক ঘাঁটি গুলোতে রন প্রস্তুতি ॥ ইরানের হামলা প্রতিরোধে সতর্কতা ॥ শোকে আর ক্ষোভে হানিয়াকে বিদায় জানানো লক্ষ মানুষ ॥ জানাজায় ইমামতি করলেন ধর্মীয় নেতা ॥ বন্ধু দেশ গুলোর সাথে ইরানের বৈঠক ॥ ইসরাইলে হামলা চালাতে প্রতিশ্র“তিতে আবদ্ধ ইরান ॥ হামাসকে সর্বাত্মক সহযোগিতার ঘোষনা ॥ হামাস আতঙ্ক কাটছে না ইসরাইলের ॥ আবারও গাজার স্কুলে বিমান হামলা ॥ নিহত শতাধীক ॥ উত্তর ও মধ্যগাজায় নির্বিচারে হত্যা ॥ রাফা শহরে হামাসের প্রবল প্রতিরোধে দখলদার বাহিনী ॥ দুই আল হাজিরা সাংবাদিক হত্যা ॥ হানিয়া হত্যায় যুক্তরাষ্ট্রর সংশি−ষ্টতা ॥ দুই মাস পূর্বে বোমা রাখা হয় ॥ দুর্ধর্ষ কমান্ডার দেইফ নিহত হওয়ার দাবী ইসরাইলের ॥ হামাস সর্বচ্চ শক্তি নিয়ে গাজা যুদ্ধে ॥ হিজবুল−াহর কঠোর হুশিয়ারী ॥ হুতিদের বার্তা ইসরাইলকে ধ্বংস করা হবে
দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইল ফিলিস্তিনি স্বাধীনতা কামী নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির দিশারী ইসমাইল হানিয়াকে হত্যা করে ও নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছে না। যে কোন মুহুর্তে হামাস হিজবুল−াহ, হুতির দ্বারা ভয়াবহ হামলার মুখোমুখি হতে পারে। অমানবিক আর নিষ্ঠুরতার প্রতিক ইসরাইল সর্বাপেক্ষা বড় আতঙ্কে দিন অতিবাহিত করছে আর তা হলো ইরানের মাটিতে হামাস প্রধানকে হত্যা করা হয়েছে বিধায় ইরান এ ঘটনায় প্রতিশোধ গ্রহন করবে। উলে−খ্য ইরানের সর্বচ্চ ধর্মীয় নেতা আয়াতুল−াহ আল খোমেনী ইসরাইলে হামলার নির্দেশ দিয়েছে। ইসরাইল ভাল ভাবেই অবগত যে ইরানের হামলার সক্ষমতা আছে একই সাথে ইরান সামরিক ক্ষেত্রে অতি শক্তিশালী একটি দেশ। সর্বাপেক্ষা বড় কথা ইরানের সর্বচ্চ ধর্মীয় নেতাই শেষ কথা। ইতিমধ্যে ধর্মীয় নেতা নির্দেশনা দিয়েছেন বিধায় ইরান ইসরাইলে হামলা পরিচালনা করবে তা বলার অপেক্ষা রাখেনা। যে কোন মুহুর্তে আক্রান্ত হতে পারে ইসরাইল। ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকও সমরবিদদের আশঙ্কা হানিয়া হত্যাকান্ড পুরোমধ্যপ্রাচ্যকে যুদ্ধের মুখেঠেলে দিতে যাচ্ছে। দখলদার ইসরাইল ইরানের হামলা মোকাবিলায় এবং আতঙ্কে ইতিমধ্যে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ অপরাপর বিমান বন্দর গুলো হতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীন ফ−াইট বন্ধ রেখেছে। ইসরাইল তার সামরিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ও শক্তি বৃদ্ধি করেছে। নৌ বন্দর ও বিমান বাহিনীর ঘাঁটি গুলোতে শক্তিবৃদ্ধি করেছে। ইসরাইলের বিভিন্ন শহরের যান ও জনসাধারনের চলাচর সীমিত করেছে। এদিকে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের প্রবাদ পুরুষ দুর্ধর্ষ যোদ্ধা ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে চোখের পানিতে লক্ষ লক্ষ জনতা বিদায় জানিয়েছে। অশ্র“সিক্ত নয়নের পাশাপাশি লাখ লাখ মানুষের চোখে মুখে ছিল ক্ষোভ আর প্রতিশোধ গ্রহনের স্পৃহা। স্মরনকালের সর্ববৃহত্তম জানাজায় ইরানের রাজধানী তেহরানে নেমেছিল শোকার্ত আর যুদ্ধ মানুষের ঢল। লাখ লাখ মানুষের উপস্থিতি ও অংশগ্রহন এমন বৃহত্তম নামাজে জানাজা ইতিপূর্বে বিশ্বে কেউ দেখেনি। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়েছে হাজার হাজার নারী ইসমাইল হানিয়ার ছবি নিয়ে জানাজার পাশে ও ইরানের রাজধানী তেহরানের সড়ক গুলোতে অবস্থান করে ক্ষোভ আর শোক প্রকাশ করছিল। ইরানের সর্বচ্চ ধর্মীয় নেতা জানাজা অনুষ্ঠানের ঘোষনা দেন মুক্তির দূত ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যাবেনা, অবশ্যই প্রতিশোধ গ্রহন করা হবে এবং ইসরাইলকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আল জাজিরা টেলিশিভন চ্যানেরটি আরও জানায়, ইসরাইলের হামলার বিষয়ে ইরান তার ঘনিষ্ঠ মিত্রদের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ন সময় অতিবাহিত করে চলেছে। ইরান সরকারের পক্ষ হতে প্রকাশ্য ঘোষনা করা হয়েছে যে দখলদার ইসরাইলের সাথে লড়াইরত হামাস যোদ্ধাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এদিকে দখলদার ইসরাইলি বাহিনী হামাস প্রধান হানিয়াকে হত্যা করে ও তাদের রক্তপিপাসা মিটছেনা। তাদের লক্ষ ফিলিস্তিনিদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করা আর এ লক্ষ নিয়ে গাজা উপত্যকায় চলছে একের পর এক বিমান হামলা। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে আবারও দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গাজার গুজাইয়ার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। উক্ত হামলায় শতাধীক ফিলিস্তিনি নিহত হয়েছে। স্কুল টিতে আশ্রয়হীন ফিলিস্তিনিরা আশ্রয় নিয়ে ছিল। এদিকে বৃহস্পতিবার ইরানে হানিয়ার জানাজা শেষে দাফন করার জন্য কাতারে নিয়ে যাওয়া হয়। কাতারের বৃহত্তম মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহব মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানী উত্তরের লুসাইলের একটি কবর স্থানে মহান বীর যোদ্ধাকে দাফন করা হয়। মধ্য ও উত্তর গাজায় নির্বিচারে হত্যা কান্ড পরিচালনা করছে ইসরাইল, রাফা শহর জ্বলছে, শহরটিতে দখলদার ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে। হানিয়া হত্যাকান্ডে হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের সংশি−ষ্টতার কথা জানিয়ে বলেছেন অবশ্যই তাদেরকে করুন পরিনতি ভোগ করতে হবে। হানিয়াকে হত্যার দুই মাস পূর্বে বোমা পেতে রাখার ঘটনা ঘটেছে বলে পশ্চিমা মিডিয়া খবর দিয়েছে। এদিকে ইসরাইল দাবী করেছে হামাসের সামরিক প্রধান দাইফকেও হত্যা করা হয়েছে। হিজবুল−াহ ও হুতি যোদ্ধারা আবারও হুশিয়ারী উচ্চারন করে বলেছে ইসরাইলকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে।