বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কাতার বিশ্বকাপ: কে কোন গ্রুপে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক \ দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের আটটি গ্রুপ চূড়ান্ত হয়েছে। একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে। আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন গ্রুপে পড়বে কোন দেশ। মার্চের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের জন্য চারটি পট-এ রাখা হয় দলগুলোকে। স্বাগতিক কাতারের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ। র‌্যাঙ্কিং অনুযায়ী পরের পাঁচ দল ও বাকি থাকা দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দলকে রাখা হয় চার নম্বর পটে। নিয়ম অনুযায়ী এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল নেই। ব্যতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল নেই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডর। গ্রুপ এ : এ-১ কাতার, এ-২ একুয়েডর, এ-৩ সেনেগাল, এ-৪ নেদারল্যান্ডস। গ্রুপ বি : বি-১ ইংল্যান্ড, বি-২ ইরান, বি-৩ যুক্তরাষ্ট্র, বি-৪ ইউরো প্লে-অফ। গ্রুপ সি : সি-১ আর্জেন্টিনা, সি-২ সৌদি আরব, সি-৩ মেক্সিকো, সি-৪ পোল্যান্ড। গ্রুপ ডি : ডি-১ ফ্রান্স, ডি-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১, ডি-৩ ডেনমার্ক, ডি-৪ তিউনিসিয়া। গ্রুপ ই : ই-১ স্পেন, ই-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২, ই-৩ জার্মানি, ই-৪ জাপান। গ্রুপ এফ : এফ-১ বেলজিয়াম, এফ-২ কানাডা, এফ-৩ মরক্কো, এফ-৪ ক্রোয়েশিয়া। গ্রুপ জি : জি-১ ব্রাজিল, জি-২ সার্বিয়া, জি-৩ সুইজারল্যান্ড, জি-৪ ক্যামেরুন। গ্রুপ এইচ : এইচ-১ পর্তুগাল, এইচ-২ ঘানা, এইচ-৩ উরুগুয়ে, এইচ-৪ দক্ষিণ কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com