শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

কাদাকাটিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি হাজীরহাট বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাজারের চাদনী সেট চত¦রে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা পরিষদ সদস্য ডাঃ আব্দুল হাকিম সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। এসময় তিনি বলেন, স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ নাশকতা পরিকল্পনাকারী, চোর এবং মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সবকিছু করতে আমি প্রস্তুত আছি। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান শিক্ষক একলাছুর রহমান এর সঞ্চালনায় এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ, থানার সেকেন্ড অফিসার শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, বশির আহমেদ টুকু, আব্দুল কাদের সানা, বাজার কমিটির সাধারন সম্পাদক ইয়াহিয়া সানাসহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com