এম এম নুর আলম ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমীতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হলদেপোতা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা রক্ষায় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানান। এসময় তিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে পুরস্কার ঘোষণা করেন এবং নিজস্ব অর্থায়নে নৌকা বাইচ প্রতিযোগিতার মঞ্চকে স্থায়ীভাবে পাকাকরণের ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। যার মধ্যে প্রথম স্থান অধিকার করেন, তালা উপজেলার বিনোদ সরকারের রাজমিস্ত্রি সংঘ, দ্বিতীয় স্থান অধিকার করেন কয়রা উপজেলার মোক্তার হোসেনের কপোতাক্ষ পঙ্খিরাজ দল, তৃতীয় স্থান অধিকার করেন তালা উপজেলার গহর শেখের তুফান দল এবং চতুর্থ স্থান অধিকার করেন তালা উপজেলার কুলপোতা দল। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করতে আসা নদীর দুইপাশে হাজার হাজার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।