বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটিতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কাদাকাটি দক্ষিণ কালিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কবি গানের আয়োজন করা হয়। মন্দির কমিটি ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠানে কবিগান পরিবেশন করেন, কবিয়াল সরকার প্রীতিশ কুমার ও সরকার বিষ্ণু পদ। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল, ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরবিন্দু সরকার, সাধারন সম্পাদক সুশান্ত মিত্র বাপন, ইউপি সদস্য বিপ্লব কুমার রায়, গীতা রায়সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বহু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।