মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

কাদাকাটিতে দূর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটিতে উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিটি প্রকল্পের আওতায় “খানা ও কমিউনিটি পর্যায়ে একীভূত দূর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতা বৃদ্ধিমূলক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পিকেএসএফ এর অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, কাদাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপংকর কুমার সরকার। কুল্যা এবং কাদাকাটি ইউনিয়নের মোট ২৫ জন সিপিপির ইউনিট লিডার এবং ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহনে এসময় প্রশিক্ষক হিসাবে সেশন পরিচালনা করেন, সিপিপির আশাশুনি উপজেলা টিম লিডারসহ দূর্যোগ বিষয়ক অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। উলে­খ্য, উন্নয়ন প্রচেষ্টা দীর্ঘদিন যাবত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসহায় মানুষের অর্থিক, সামাজিক এবং পরিবেশগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় উন্নয়ন প্রচেষ্টা ২০২০ সাল থেকে পিকেএসএফ এর অর্থায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্্রট্রিমলী পুওর পিপলস (প্রসপারিটি) নামক একটি বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটিতে জীবিকায়ন, পুষ্টি এবং কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ক সেবা প্রদানের পাশাপাশি প্রতিবন্ধিতা, নারীর ক্ষমতায়ন এবং দূর্যোগ নিয়েও ব্যাপকভাবে কাজ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগের মাত্রা এবং তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য “খানা ও কমিউনিটি পর্যায়ে একীভূত দূর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতা বৃদ্ধিমূলক” এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com