বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাদাকাটি বাজার আউটলেট শাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাদাকাটি আউটলেট শাখার স্বত্বাধিকারী নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় শাখা ব্যবস্থাপক এস এম রিদোওয়ানুর রহমান, আশাশুনি সরকারী কলেজের অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাছুর রহমান, সমাজসেবক আলহাজ্ব একেএম মোজাম্মেল হক, বাজার কমিটির সেক্রেটারী ইয়াহিয়া সানা, মাকছুদুর রহমান, ইয়াছির আরাফাত সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন। কাদাকাটি বাজার আউটলেট শাখার আয়োজনে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, কচুয়া আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ।