আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এনজিও উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। এসময় চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনাক কুমার বিশ্বাস, আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ দ্বীপন বিশ্বাস, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ নাঈম হাসান নয়ন প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০৭ জন রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করার পাশাপাশি ৬৫ জন মহিলার ভায়া টেস্ট করা হয় ।