বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়ায় বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া বিলে মিঠু সাহার মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল বিপ্লব এর ভগ্নিপতি ও তেঁতুলিয়া গ্রামের মৃত মনতাজ আলী মোড়লের ছেলে পলাশ মোড়ল (৪২) ঘটনার সময় তেঁতুলিয়া বিলের মধ্যে মিঠু সাহার ঘেরে একাই শ্রমিক হিসেবে মাটির কাজ করছিলেন। কাজ করা অবস্থায় সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বজ্রাঘাতে ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পাশের ঘেরে কাজ করা অবস্থায় অপর শ্রমিক প্রকাশ সরকার বুঝতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।