বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের শাহনগর এলাকায় বিষাক্ত দ্রব্য স্প্রে করে বাড়ির সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শাহনগর গ্রামের ডাঃ আবু তালেব শাহা ঘটনার রাতে ১২.৩০ টার দিকে পরিবারের অন্য সদস্যরাসহ যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরেরা বাইরে থেকে ঘরের মধ্যে চেতনা নাশক ঔষধ স্প্রে করলে বাড়ির মালিক ডাঃ আবু তালেব, ছেলে শাহ মোঃ আরিফ হোসেন মিঠু, স্ত্রী সেলিনা খাতুন, সবাই অচেতন হয়ে যায়। তবে তাদের ছেলে আলসাফ শাহ ততক্ষণে সম্পূর্ণ অচেতন না হওয়ায় শব্দ শুনে মায়ের ঘরে গিয়ে জানালার দরজা খোলা দেখে ভিজিয়ে দিয়ে মাকে ডেকে সাড়া না পেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর সবাই অচেতন হয়ে পড়লে চোরেরা পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে স্টীলের বাক্স, শোকেজ ও আলমারী তালা ভেঙ্গে হালখাতার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে আবার জানালা দিয়ে বেরিয়ে যায়। সকাল ৭ টার দিকে কাজের লোক বাড়িতে গিয়ে ডাকাডাকির এক পর্যায়ে তাদের সামান্য হুঁশ হলে চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে থানার এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।