বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটিতে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট নারীদের স্বাস্থ্য সমস্যা বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কাদাকাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ বিশেষ ক্যাম্প এর আয়োজন করা হয়। উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিট প্রকল্পের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ানে কাদাকাটি শাখার আওতায় অনুষ্ঠিত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ মিনাক কুমার বিশ্বাস ও ডাঃ নয়ন। এসময় ক্যাম্পে আগত মোট ২০৫ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং ৬০ জনকে ভায়া টেস্ট করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে স্বাস্থ্য ক্যাম্পে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও ন্যাপকিন বিতরণ করা হয়। স্বাস্থ্য ক্যাম্প চলাকালে উন্নয়ন প্রচেষ্টার হুমায়ুন কবির (পিসি) মহিবুলা ফকির (এএম), আব্দুল মতিন (টিও-নিউট্রেশন), এটিও-নিউট্রেশন টিটব মন্ডল, শারিফুর রহমান চয়ন, হাবিবুলাহ ও এটিও লাইভলীহুড শাহীনুর রহমান উপস্থিত ছিলেন।