বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালি গ্রামের পুষ্প মন্ডল নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলা গত ২ মাস ৮ দিন নিখোঁজ হয়েছে। এব্যাপারে তার ছেলে বাসুদেব মন্ডল গত ৭ মে আশাশুনি থানায় ২৯৫ নং সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, টেংরাখালি গ্রামের রঙ্গলাল মন্ডল এর স্ত্রী মানসিক ভারসাম্যহীন পুষ্প মন্ডল গত ১ মে দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ি থেকে হারিয়ে যায়। এসময় তার পরোনে ঘি রঙের শাড়ি ছিল ও তার পায়ে ছিল কালো রঙের জুতা। তার বয়স আনুমানিক ৭৮ বছর। তার গায়ের রং ফর্সা। ৫ ফুট ১ ইঞ্চি লম্বা এই বৃদ্ধার মুখের আকৃতি লম্বাটে। তার ওজন আনুমানিক ৪৫ কেজি। তার ছেলে জানান, হারিয়ে যাওয়ার পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার তার মায়ের সন্ধান অধ্যবধি পর্যন্ত পাওয়া যায়নি। কোন ব্যক্তি যদি ঐ বৃদ্ধার সন্ধান পান তাহলে তার ছেলে বাসুদেব মন্ডল এর ০১৭৪৮৯৪২৭২৮ এই নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।